আজ খবর (বাংলা), ভদ্রক, ওড়িশা, ২২/০৫/২০২৩ : শেষেমেষ বাতিল ঘোষণায় করে দিতে হল ২২ তারিখের হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে। ২২ তারিখের হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির যাত্রা নিয়ে গতকালই সন্দেহ প্রকাশ করা হয়েছিল রেলের তরফ থেকে।
গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। গতকাল দুলেখাপাটনা এবং মঞ্জুরি রোড স্টেশনের মাঝে ব্যাপক ঝড়ের মুখে পড়ে এই ট্রেনটি। ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পাইলটের সামনে উইন্ড স্ক্রিন এবং ইঞ্জিনের নিচের অংশ ভেঙে দেয়। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগও চলে যায়; একটি সেতুতে উঠে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ট্রেনটির অবস্থা দেখে তখনই বোঝা বাতিল করা হতে পারে আজকের হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।
রেলের তরফ থেকে জানানো হয়েছে মেরামতির দরকার রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের ঐ রেকটির। তাই ২২ তারিখ সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। গতকালের ঘটনায় হতাহতের কোনো খবর নেই।