চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Share This

চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/05/2023 : হাইকোর্টের নির্দেশে এখনই যাচ্ছে না 32 হাজার প্রাথমিক শিক্ষা কর্মীর চাকরি। শুক্রবার ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে।

প্রাথমিকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল, এই অভিযোগে হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিত গাঙ্গুলি মোট 36 হাজার শিক্ষা কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিলেও পরে তা সংশোধন করে 32000 কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন। এই 32000 হাজার কর্মীর পর্যাপ্ত ট্রেনিং নেওয়া ছিল না বলে অভিযোগ উঠেছিল। 

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হয়। সেই মামলাতেই আজ স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। এখনই কারোর চাকরি যাবে না। তবে বাকি বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে, যেভাবে বিচারপতি অভিজিত গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পর্ষদের হয়ে মামলা লড়েছেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যান ব্যানার্জি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages