আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৩ : হাইকোর্টের একটি মাত্র নির্দেশে রাজ্যের ৩৬,০০০ প্রাথমিক শিক্ষাকর্মীর চাকরি যেতে বসেছে। এবার তাঁদের হয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকার্য্য চালাতে গিয়ে অপ্রশিক্ষিত মোট ৩৬,০০০ কর্মচারীর চাকরি চলে যায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে। বিচারপতি তাঁর নির্দেশে বলেন আগামী তিন মাসের মধ্যে ওই শূন্য পদে যোগ্য এবং প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করতে হবে। এই নির্দেশের পর তৎপর হয়ে ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও এই শিক্ষা সংস্থার বক্তব্য ছিল 'যে ৩৬ হাজার কর্মীর চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ ছিল এবং সমস্ত নিয়ম মেনেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল'।
এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে এবং আগামীকাল এই মামালার শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে হাইকোর্ট ৩৬ হাজার জন অপ্রশিক্ষিত কর্মীদের ছাঁটাই করাতে এবং নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়ায় আশায় বুক বেঁধেছিলেন আন্দোলনরত হবু শিক্ষকেরা। কিন্তু এদিন রাজ্য প্রাথমিক পর্ষদের করা মামলা ডিভিশন বেঞ্চ গ্রহণ করায় ফের হতাশা নেমে এসেছে তাঁদের মুখে চোখে।