আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৭/০৫/২০২৩ : জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার নাগবল চান্দুসা এলাকা থেকে পুলিশ এক জঙ্গী সহযোগীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ঐ ব্যক্তি নিষিদ্ধ জঙ্গী সংগঠন লস্কর ই তৈবার সাথে যুক্ত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আশরাফ মীর, সে বারামুলা জেলার লারিদুরা চান্দুসা এলাকার বাসিন্দা।তল্লাশি চালিয়ে ঐ ব্যক্তির হেফাজত থেকে একটি গ্রেনেড পাওয়া গিয়েছে। ঐ ব্যক্তির বিরুদ্ধে চান্দুসা থানায় পুলিশ স্বতঃপ্রনোদিত হয়ে মামলা রুজু করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ৫২ রাষ্ট্রীয় রাইফেলস এর জওয়ানরা নাগবল চান্দুসা গ্রামে তল্লাশি অভিযান চালাতে শুরু করেছিল, সেখানেই খোঁজ মেলে মহম্মদ আশরাফ মীর নামে ঐ ব্যক্তির। তবে পুলিশ তাকে খুঁজে বের করেছে, নাকি ঐ ব্যক্তি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করেছে তা জানা যায় নি। এই ব্যাপারে পুলিশ নিজেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।