আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 26/05/2023 : জলপাইগুড়িতে ফুটপাত সাফাই অভিযান অব্যাহত।
জলপাইগুড়ি শহরের রাস্তার দুধার দখল করে নিয়েছে হকাররা। এমন কি দোকানদাররাও নিজেদের দোকানের বাইরে ফুটপাথে এমনভাবে জিনিস পত্র রাখছেন, যার ফলে রাস্তার দুই ধারের ফুটপাত দখল হয়ে থাকছে। সাধারন মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এর ফলে রাস্তা দিয়ে গাড়িগুলি ঠিক মত যেতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছে।
কিছুদিন ধরেই জলপাইগুড়ি শহরের ফুটপাত উচ্ছেদ অভিযানে নেমেছে কোতয়ালি থানার পুলিশ। শুক্রবার সকালে থানা মোড়ের সামনে থেকে ফের ফুটপাত সাফাই অভিযান শুরু করে পুলিশ। অভিযান থানা মোড় থেকে মার্চেন্ট রোডের দিকে এগিয়ে যায়। এদিন ফুটপাতে থাকা বেশ কিছু দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান পুলিশের সাথে ছিলেন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও।