আজ খবর (বাংলা), এগরা, পূর্ব মেদিনীপুর, 19/05/2023 : এগরা বিস্ফোরণ কাণ্ডের মুল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল কটকের একটি হাসপাতালে। আজ হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে।
চারদিন কেটে গেলেও এগরার খাদিকুল গ্রাম এখনও থমথমে। এখাবেই অবৈধ বাজির কারখানায় জোড়ালো বিস্ফোরণে চলে গিয়েছে নয় জনের প্রাণ। এই ঘটনায় আজ প্রাণ গেল ঐ ঘটনার মুল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগের। ঐ কারখানার মালিক ছিল ভানু।
ঘটনার সময় কারখানা চত্বরেই ভানু ছিল বলে মনে করা হচ্ছে। এর পরেই সে তার ছেলে ও ভাইপোর সাথে ওড়িশায় পালিয়ে যায়। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ভানু। তাকে ওড়িশার কটকে রুদ্র হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে 70 থেকে 80 শতাংশ পুড়ে গিয়েছিল।
হাসপাতালে ভর্তির সময় তার নাম বদলে দেওয়া হয়েছিল। ব্যবহার করা হয়েছিল অন্য্ এক আত্মীয়ের আধার কার্ড। বলা হয়েছিল অনুষ্ঠান বাড়িতে দুর্ঘটনায় জখম হয়েছিল ভানু। কিন্তু হাসপাতালে কর্ত্যবরত চিকিত্সকদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। এদিকে সিআইডির একটি দল ওড়িশার বিভিন্ন জায়গায় ভানুর খোঁজ চালাচ্ছিল। গতকাল ভানুকে গ্রেপ্তার করে সিআইডি। কিন্তু সেই সময় সঙ্কটজনক অবস্থায় রয়েছে ভানু। যে কারনে তার বয়ান রেকর্ড করতে পড়েনি সিআইডি। এদিন মৃত্যু হয় কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের।