![]() |
সিদ্ধারামাইয়া |
আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্ণাটক, ১৫/০৫/২০২৩ : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর কে মুখ্যমন্ত্রী হবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া না শিবকুমার তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
কে হবেন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ?
আজই দিল্লীতে শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করতে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন সিদ্ধারামাইয়া। দুপুর ১টা নাগাদ তাঁর উড়ে যাওয়ার কথা। কর্নাটক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি, কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পিছনে তাঁর অবদান অনেকটাই। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে ফের মসনদে বসার আগ্রহ তাই অনেকটাই বেশি সিদ্ধারামাইয়ার।
![]() |
ডি কে শিবকুমার |
এদিকে আজ জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা সিদ্ধারামাইয়ার প্রতিদ্বন্দী ডি কে শিবকুমার। কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি। কর্নাটক জয়ের পিছনে তাঁর নেতৃত্ব কাজে লেগেছে দলের। শিবকুমার এদিন বলেন, "আমার কাজ আমি করেছি। এবার দলের তরফে শীর্ষ নেতৃত্বের ফোনের অপেক্ষায় রয়েছি। তবে এখনই আমি দিল্লীতে চলে যাচ্ছি না।"
গোটা কর্নাটক রাজ্যেই এই নিয়ে চলছে জোর চর্চা। কে হবেন কর্নাটক রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ? সিদ্ধারামাইয়া না শিবকুমার ? মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে কে এগিয়ে আছেন, সেটা আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্কার করে দেবে কংগ্রেসের হাই কম্যান্ড।
Loading...