রাতারাতি উধাও স্কুল বিল্ডিং - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাতারাতি উধাও স্কুল বিল্ডিং

Share This

রাতারাতি উধাও স্কুল বিল্ডিং



আজ খবর (বাংলা), হালিশহর, উত্তর 24 পরগণা, 22/05/2023 : ভবিষ্যত প্রজন্ম গড়ার কারখানায় পড়ল কোপ, হালিশহর - কাঁচরাপাড়া অঞ্চলের একটি বিদ্যালয়কে রাতারাতি গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হল। সেই সঙ্গে মাটিতে মিশে গেল শতাধীক পড়ুয়ার ভবিষ্যত। 

উত্তর 24 পরগণা জেলার হালিশহর-কাঁচরাপাড়া অঞ্চলের বাঘ মোড় এলাকায় দু:স্থ ও দরিদ্র বাচ্ছাদের নিয়ে চলতো বেসরকারি উদয়ন স্কুল । সোমবার কোনো নোটিশ ছাড়াই এই বিদ্যালয় ভবনটিকে ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর জমির মালিক পক্ষের দিকে।


স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকে যে উচ্ছেদ করা হবে তা ঘুণাক্ষরেও টের পান নি তাঁরা। কোনো নোটিশ পর্যন্ত তাঁরা পাঁ নি। আজ ভোরে স্কুল খুলতে এসে তাঁরা দেখেন গোটা স্কুল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। স্কুলের যাবতীয় আসবাবপত্র, প্রযোজনীয় কাগজপত্র, টাকা পয়সা ঐ ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে। 

এই রকম একটা পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। গোটা ঘটনার বিহিত চেয়েছে তারা।

রিপোর্ট : দেবকল্প রায়

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages