আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ২৬/০৫/২০২৩ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কি নেশাগ্রস্ত থাকতেন ? তিনি কি অপ্রকৃতিস্থ থাকতেই পছন্দ করতেন ? ঠিক এরকমই একটা অভিযোগের সুর শোনা গেল পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলের গলায়।
পাকিস্তানের স্বাস্থমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল শুক্রবার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে দাবী করেছেন যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নেশায় আসক্ত থাকতেন। তিনি অত্যাধিক মাত্রায় মদ্যপান করতেন, তাঁর মানসিক অবস্থাও খুব একটা ভাল ছিল না। মে মাসের ৯ তারিখে যখন ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছিল। সেই মেডিক্যাল রিপোর্ট নিয়ে এদিন করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল। সেখানেই তিনি ইমরান খান সম্পর্কে সাংবাদিকদের জানান যে ইমরান নেশাগ্রস্ত থাকতেন এবং তাঁর মানসিক অবস্থা ভাল ছিল না।
ইমরান খানের ওপর হামলা হয়েছিল গত বছরে, সেই হামলায় তাঁর পা ভেঙেছিল বলে দাবী করেছিলেন ইমরান খান। সেই সময় বেশ কিছুদিন তাঁর পায়ে ব্যান্ডেজ করে থাকতে দেখা যেত। যদিও ইমরানের মেডিক্যাল রিপোর্টে তাঁর পা ভেঙে গিয়েছিল এমন ঘটনার উল্লেখ নেই ; তবে তাঁর ইউরিন পরীক্ষা করে তা থেকে মদ ও কোকেনের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানান সে দেশের স্বাস্থ্যমন্ত্রী। মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, ইমরানের শরীরী ভাষা এবং তাঁর মানসিক অবস্থান দুই মেরুতে অবস্থান করছিল। এই পরিস্থিতিতে ইমরানকে কখনই 'ফিট' বলে মনে করা যায় না।