আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 8/05/2023 : বাংলা সাহিত্য জগতে ফের নক্ষত্র পতন। এবার চলে গেলেন কালপুরুষ, তেরো পার্বণএর রচয়িতা অর্জুনের স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার।
জলপাইগুড়ি শহরেতে তাঁর সেই বসতবাড়িটি এখন আর নেই। তবে তিনি ছিলেন আছেন এবং থাকবেন তাঁর সৃষ্টি, লেখা আর লেখনীর মাধ্যমে। তিনি সাহিত্যিক সমরেশ মজুমদার।
বেশ কিছুদিন থেকেই সিওপিডি অসুখে ভুগছিলেন সমরেশবাবু। হাসপাতালেও ভর্তি ছিলেন। আজ 79 বছর বয়সে হাসপাতালের শয্যায় সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ চির ঘুমের দেশে চলে গেলেন নাটক প্রিয় সাহিত্য প্রিয় এই বাঙলা সাহিত্যের স্রষ্টা।
Loading...