আজ খবর (বাংলা), ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, 26/05/2023 : উত্তর 24 পরগণার ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা ও খুনের ঘটনার 43 ঘণ্টার মধ্যেই কিনারা করে ফেলল পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার ব্যারাকপুরের একটি জমজমাট এলাকায় একটি সোনার দোকানে ডাকাতরা হানা দেয়। ডাকাতি করতে এসে বাধাপ্রাপ্ত হয়ে তারা গুলি চালিয়ে দেয়। গুলিতে মারা যান দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহ। গুলিতে জখম হয়েছিলেন দোকানের মালিক ও এক কর্মচারিও।
এই ঘটনার পর তদন্তে নামে ব্যারাকপুরের পুলিশ। প্রথমে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারপর ঐ তিন জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ঐ দুজনের মধ্যে একজন সফি খান (একে রহড়া অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে) এবং অন্যজন জামশিদ আনসারি (একে বীরভূমের মুরারই থেকে আটক করা হয়েছে।
ডাকাতি করতে আসা এই দুইজনের ব্যবহৃত মোটর সাইকেলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুরনো এই মোটরসাইকেল কিছুদিন আগে অনলাইনে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে। ডাকাতির ঘটনায় যুক্ত অন্যান্যদের এবং আরও একটি মোটরসাইকেলের খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃতদের আদালতে তলা হবে এবং ডাকাতির চেষ্টা ও খুনের ঘটনায় এরা প্রত্যক্ষভাবে ভাবে যুক্ত বলে পুলিশ দাবী করেছে।