কলকাতার 10 জায়গায় ইডির তল্লাশি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতার 10 জায়গায় ইডির তল্লাশি

Share This

কলকাতার 10 জায়গায় ইডির তল্লাশি


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/05/2023 : কলকাতায় আজ তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জিকে নিজেদের দপ্তরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আর এদিনই কলকাতায় তৎপর হয়ে উঠতে দেখা গেল ইডিকে।

কালিঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি অফিস সমেত 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল সাতটা নাগাদ ইডি তল্লাশি অভিযান শুরু করেছে। 

শনিবার বেহালার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। বেহালার ফকির পাড়ায় একটি বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালানো হয়। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গাঙ্গুলির বাড়িতে হানা দেয় ইডি। এছাড়াও পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের বিষ্ণুপুর বিবিরহাট অঞ্চলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। অভিযান চালানো হয় পার্থ ঘনিষ্ঠ প্রণব দে'র বাড়িতেও। সূত্র মারফৎ জানা গিয়েছে এদিনের তল্লাশি অভিযানে বেশ কিছু খাম এবং দলিল উদ্ধার করা হয়েছে, যা খতিয়ে দেখছে ইডি। তবে বিবিরহাটে বেশ গুরুত্বপূর্ণ নথী বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages