বাংলো ছেড়ে মায়ের কাছে চলে গেলেন রাহুল গান্ধী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাংলো ছেড়ে মায়ের কাছে চলে গেলেন রাহুল গান্ধী

Share This
বাংলো ছেড়ে মায়ের কাছে চলে গেলেন রাহুল গান্ধী


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০৪/২০২৩ : সাংসদ পদ চলে গিয়েছিল আগেই, আর আজ দিল্লীতে নিজের বাংলো ছেড়েও চলে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে এই বার্তাও তিনি দিয়ে গেলেন যে 'সত্যের জন্যে যতদূর যেতেহয় তিনি যাবেন'। আজ একটি ট্রাক জিনিসপত্র ভর্তি অবস্থায় দীর্ঘক্ষণ রাহুল গান্ধীর ১২ নম্বর তুঘলক লেনের বাঙলোর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে মালপত্র নিয়ে ঐ ট্রাকটি চলেও যায়। 

সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল গান্ধী আপাতত ১০ নম্বর জনপথ রোডে তাঁর মা সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েই উঠবেন। তবে সেখানে তিনি স্থায়ীভাবেই থেকে যাবেন কিনা অথবা তাঁর অফিস অন্য কোনো বাড়িতে স্থানান্তর করা হবে কিনা তা জানা যায় নি। এই বিষয়ে তাঁর এবং জেড প্লাস নিরাপত্তা এজেন্সির তরফ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায় নি। তবে আপাতত রাহুল গান্ধী থাকছেন সোনিয়া গান্ধীর বাড়িতেই।


সুরাট সেশন আদালতের নির্দেশে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছিল, সেইসঙ্গে তাঁকে সরকারি বাংলোটি ছেড়ে দিতে বলা হয়েছিল। সেইমত আজ বাংলোটি ছেড়ে দিয়ে জনপথ রোডের ঠিকানায় উঠে গেলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য, 'মোদী' পদবী নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি, তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন গুজরাটের জনৈক মোদী। এরপর রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছিল এবং গত ২৭শে  মার্চ নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যেন দিল্লীর সরকারি বাংলোটি ছেড়ে দেন। সেইমত আজ সেই বাংলোটি ছেড়ে দিয়ে চলে গেলেন রাহুল গান্ধী।




Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages