আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৩ : দেশে বিদ্যুৎ ক্ষেত্রের অগ্রণী ঋণদান সংস্থা পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড (পিএফসি)৫ হাজার যাত্রীবাহী এবং ১ হাজার পণ্যবাহী বৈদ্যুতিক গাড়ির জন্য ৬৩৩ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। এই নবরত্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি ঋণের প্রথম কিস্তির টাকা বন্টন করেছে। ইতিমধ্যেই দিল্লির রাস্তায় বৈদ্যুতিক ট্যাক্সি চলাচল শুরু হয়েছে। পিএফসি-র অর্থানুকুল্যে কেনা বৈদ্যুতিক গাড়িগুলি ব্লুস্মার্ট মোবিলিটি প্রাইভেট লিমিটেড (বিএমপিএল)-কে লিজ দেওয়া হবে। গতকাল দিল্লির রাস্তায় বৈদ্যুতিক ট্যাক্সি চলাচলের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী অজয় তিওয়ারি এবং পিএফসি-র মুখ্য ম্যানেজিং ডিরেক্টর শ্রী রবিন্দর সিং ধিলোঁ।
Loading...