এবিভিপির মিছিলকে ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবিভিপির মিছিলকে ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথ

Share This

এবিভিপির মিছিলকে ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 06/04/2023 : শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন দাবীদাওয়া নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল কলকাতার রাজপথে।

এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যের শূন্য পদগুলিতে স্থায়ী নিয়োগ এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল বের করে এবিভিপি। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে ঠেকব মিছিল শুরু হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থামে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে এবিভিপি সমর্থকেরা তাদের দাবীগুলি নিয়ে শ্লোগান দিতে থাকে। এই সময় কয়েকজন এবিভিপি সমর্থক বিশ্ববিদ্যালয়ের গেটে দলীয় পতাকা লাগাতে গেলে পুলিশ তাদের আটকায়। এই নিয়ে কলকাতা পুলিশের সাথে এবিভিপি সমর্থকদী ব্যাপক বচসা হয়। এর পরেই বেশ কয়েক জন এবিভিপি সমর্থককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় জোড়াসাঁকো থানায়। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ষ্ট্রীট চত্বর।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages