আজ খবর (বাংলা), তারকেশ্বর, হুগলি, 04/04/2023 : তারকেশ্বর মন্দির পুজো দিতে এসে তীর্থযাত্রীর মৃত্যু ঘটল। মৃত তীর্থযাত্রীর নাম অজিত দাস। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায়।
মঙ্গলবার সকালে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গীরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে ওই পুণ্যার্থীর। মৃত্যুর কারণ নিশ্চিত করতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠাচ্ছে তারকেশ্বর থানা পুলিশ।
রিপোর্ট : জীবন মন্ডল
Loading...