আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০৪/২০২৩ : তৃণমূল কংগ্রেসের সাধারণ সমপাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে সিবিআই, আর এবার রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী চাইছেন সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্ত থাকার বিষয়টিও তদন্ত করে দেখা হোক এভাবেই তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াতে চাইছে ভারতীয় জনতা পার্টি।
নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে সিবিআই ফের একটি নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সক্রিয়তা দেখে খুশী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে যে জানাসভাগুলি শুভেন্দু করছেন সেইসব জনসভা এবং সাংবাদিকদের প্রত্যুত্তরে মমতা-অভিষেককে পিসি-ভাইপো সম্বোধন করে নানাভাবে কটাক্ষ করে চাপ বাড়াতে চাইছেন তিনি। গতকাল হুগলী জেলার সিঙ্গুরেও তার ব্যতিক্রম হয় নি.
শুভেন্দু অধিকারী বলেন, "সিবিআই বেশ ভাল কাজ করছে, সক্রিয়ভাবে কাজ করছে। রাজ্য সরকারের নানাবিধ অসহযোগিতা থাকা সত্বেও ভাল কাজ করছে সিবিআই। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআই অফিসারদের থেকে মোবাইল ফোন ছিনিয়ে তা পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। প্রমাণ পুনরুদ্ধারে সিবিআইয়ের পদক্ষেপ সঠিক ছিল. এরকমটা না হলে মমতা ও তাঁর লোকজন সব প্রমাণ নষ্ট করে দেবে।"
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ভাঙ্গরে পাঁচিল ঘেরা একটি ফাঁকা মাঠে প্রচুর পরিমাণ নথী , কাগজপত্র পুড়তে দেখেগা গিয়েছিল। খবর পেয়ে দ্রুত সিবিআই আধিকারিকরা যতটা সম্ভব পুড়ে যাওয়া নথী উদ্ধার করেন। এদিকে বিধানসভাকে কিছু না জানিয়ে বিধায়ককে গ্রেপ্তারের ঘটনায় উষ্মা প্রকাশ করতে দেখা যায় বিধানসভার স্পিকারকে। তিনি সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে আইনের সাহায্য নেওয়া হতে পারে।