আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 09/04/2023 : উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের সৌন্দর্য ক্রমশঃই মলিন হতে শুরু করেছে। শিলিগুড়ি শহরের এমন কোনো জায়গা আর বাকি নেই, যেখানে আবর্জনা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই।
শহরাঞ্চলের পাশাপাশি চারটি ব্লক ফাঁসি দেওয়া, খড়ি বাড়ি, নক্সাল বাড়ি এবং মাটি গাড়া ব্লকের খুবই শোচনীয় অবস্থা। এব্যাপারে স্থানীয় প্রশাসন একেবারেই উদাসীন। শুধু তাই নয়, রাস্তার দুপাশেই অনধিকার পার্কিং এবং অন্যায় ভাবে ফুটপাত দখল করে ব্যাবসা চালিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে শুধু স্থানীয় প্রশাসনই নয়, পুলিশ প্রশাসনও একদম উদাসীন।
"প্রয়াস ফাউন্ডেশন শিলিগুড়ি" প্রতিনিয়ত বিডিও থেকে শুরু করে ডিএম পর্যন্ত অভিযোগ ও দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তার পরেও কোনো প্রতিক্রিয়াই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। শিলিগুড়ি মহকুমার এই শোচনীয় অবস্থার বিরুদ্ধে প্রয়াস ফাউন্ডেশন শিলিগুড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিত ভট্টাচার্যী সমস্ত শিলিগুড়ি বাসীকে আগামী ১৭ই এপ্রিল সোমবার সকালে এক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
রিপোর্ট : ভাস্কর চক্রবর্ত্তী