আজ খবর (বাংলা), সন্দেশখালি, উত্তর 24 পরগনা, 23/04/2023 : তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন? দাবি করছেন মৃতের স্ত্রী।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি ২৩০,নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বছর ২৫ এর কৃষ্ণপদ মন্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থানার রাধা গোবিন্দপুরে কাজ দেয়ার নাম করে গত রবিবার ১৬ই এপ্রিল , ঠিক এক সপ্তাহ আগে সোনারপুরের ঠিকাদার প্রণব মন্ডল নিয়ে যায়। গতকাল শনিবার রাধাগোবিন্দ পুর গ্রামের বাড়িতে তার রক্তাক্ত ঝুলন্ত দেব উদ্ধার হয়।
ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কিন্তু এই ঘটনার পর ঠিকাদার ও বাড়ির মালিক তার পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করেনি সেখানেই সন্দেহ দানা বাঁধে। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী অনিতা মন্ডলের দাবি তার স্বামীকে কাজ দেয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সঠিক তদন্ত করুক এর পিছনে কারা আছে, এলাকার তৃণমূলের মেম্বার রিতা মন্ডল তিনি বলেন যে বাড়িতে ভাড়া থাকতো সেই মালিক রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। কুয়াকাটি অঞ্চলের উপপ্রধান শ্রীদাম হাওলি তিনি পুলিশের কাছে অনুরোধ করেন ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করার জন্য। এছাড়া এলাকার সাধারণ মানুষ এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।
রিপোর্ট : শৌভিক সাহা