মহার্ঘ্যভাতা বাড়ল আসামে, বাংলায় নয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহার্ঘ্যভাতা বাড়ল আসামে, বাংলায় নয়

Share This

মহার্ঘ্যভাতা বাড়ল আসামে, বাংলায় নয়


আজ খবর (বাংলা),  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৪/২০২৩ :  আসামে রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা কেন্দ্র সরকারের  সমান হয়ে গেল. স্বভাবতই খুশী আসামের সরকারী কর্মচারিরা। কিন্তু 65 দিন ধরে আন্দোলন চালিয়েও পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ল না একটুও।

বিজেপি পরিচালিত আসাম সরকার সেই রাজ্যের সরকারী কর্মীদের কেন্দ্র সরকারের সমান সমান মহার্ঘ্য ভাতা দিচ্ছে। এদিকে দুই মাসের বেশি সময় ধরে ধর্না ও আন্দোলনে বসলেও পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা এতটুকুও বাড়ল না। 

এই পরিস্থিতিতে অনশন কর্মসূচী তুলে নিলেও আন্দোলনরত রাজ্য সরকারের কর্মীরা অদূর ভবিষ্যতে জোরদার আন্দোলনের ডাক দিয়েছে। আগামী 6 তারিখ তাঁরা পেন ডাউন রাখছেন অর্থাৎ কাগজে কলমে কোনো কাজ সেদিন হবে না। 10 ও 11 তারিখে আন্দোলনকারীরা দিল্লীতে গিয়ে বিক্ষোভ দেখাবেন বলে জানা গিয়েছে। সরকারের প্রতি অসহযোগিতাই এবার আন্দোলনকারীদের মুল লক্ষ্য হয়ে উঠেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages