আজ খবর (বাংলা ), গ্যাংটক, সিকিম, 04/04/2023 : সিকিমে বেড়াতে গিয়ে তুষার ধ্বসে তলিয়ে গিয়ে মৃত্যু হল 7 পর্যটকের। মৃতেরা সকলেই পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে।
গত কয়েক দিন ধরেই সিকিমের বেশ কিছু জায়গায় তুষারপাত হচ্ছিল। বিশেষ করে ছাঙ্গু এবং উত্তর সিকিমে তুষারপাতের খবর পাওয়া যাচ্ছিল। উত্তর সিকিম ও পূর্ব সিকিম জেলাগুলি ছাড়াও সিকিমের অন্যান্য জায়গায় তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই।
এদিকে মার্চ এপ্রিল মে মাস সিকিমে ভরা পর্যটনের মরসুম থাকে। এই বছরেও সিকিমের সব পর্যটন কেন্দ্রগুলিতে ছিল ভীড়। মঙ্গলবার ছাঙ্গু লেকের জন্যে পর্যটকদের ব্তাপক ভীড় থাকলেও আবহাওয়া খারাপ থাকায় পর্যটকদের 15 মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি সেওয়া হয়ে ছিল। সেখানেই পর্যটকদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল।
মঙ্গলবার পর্যটকদের গাড়ি 15 মাইলে দাঁড় করিয়ওয় দেওয়ার পর অত্যুত্সাহী কিছু পর্যটক ছবি তোলার অছিলায় এগিয়ে যান 17 মাইল পর্যন্ত। সেখানেই তুষার ধ্বসের কবলে পড়ে তাঁরা তলিয়ে যান। ডিআরও এবং অন্যান্য উদ্ধারকারীরা বরফের তলা থেকে পর্যটকদের উদ্ধার করার পর দেখা যায় তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। এখনও বরফের নিচে আটকে রয়েছেন প্রায় 150 পর্যটক বলে জানানো হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।