54 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন করলেন শাহ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


54 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন করলেন শাহ

Share This

54 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন করলেন শাহ


আজ খবর (বাংলা) আহমেদাবাদ, গুজরাট, 06/04/2023 : বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনেই 54 ফুট উঁচু একটি হনুমান মূর্তির উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় জনতা পার্টির 44 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন গুজরাটে বেশ কিছু কর্মসূচী ছিল অমিত শাহের। তার মাঝেই বোটাড জেলার সারঙ্গপুর হনুমান মন্দিরে 54 ফুট উঁচু একটি মূর্তির উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ঐ মন্দিরে এদিন সহ্স্রাধীক ভক্তের ভীড় হয়েছিল। নিরাপত্তা ব্যাবস্থাও করা হয়েছিল বেশ আঁটোসাঁটো। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, "1980 সাল নাগাদ বিজেপিকে নিয়ে সবাই মজা করত। তাচ্ছিল্য করত। আর আজ সেই বিজেপিই দেশের অনেকগুলি রাজ্য তথা কেন্দ্র সরকারকে পরিচালনা করছে সাফল্যের সাথে। আজ বিজেপির সাংসদ সংখ্যা 400এরও বেশি। দুনিয়ার সর্ব বৃহৎ রাজনৈতিক দল হল বিজেপি। আজ একই দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং লর্ড হনুমানজির জন্মদিবস থাকায় বেশ ভাল লাগছে। " 

অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন অমিত শাহ বলেন, "রামলালার মন্দিরের বিষয়টি নিয়ে শুধু শুধুই সময় নষ্ট করেছে কংগ্রেস। বছরের পর বছর ঐ বিষয়টিকে দেশের বিভিন্ন আদালতে ঘুরিয়েছে। সুপ্রীম কোর্ট ঐ মামলায় রায় দেওয়ার পর বর্তমানে দ্রুততার সাথে নির্মান কাজ চলছে রাম মন্দিরের।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages