জম্মু ও কাশ্মীরে বাইরে থেকে এসেছেন 185 জন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জম্মু ও কাশ্মীরে বাইরে থেকে এসেছেন 185 জন

Share This

জম্মু ও কাশ্মীরে বাইরে থেকে এসেছেন 185 জন


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 05/04/2023 : 2020 সাল থেকে এ যাবদ জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে জম্মু ও কাশ্মীরে চলে এসেছেন মোট 185 জন মানুষ বলে সংসদে জানাল স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রক।

এই বিষয়ে মন্ত্রী নিত্যানন্দ রাই আজ সংসদে রাজ্য সভায় বলেছেন, "সরকারী হিসেব অনুযায়ী 2020 সাল থেকে এখনও পর্যন্ত 185 জন কাশ্মীরে চলে এসেছেন, যার মধ্যে 2020 সালে 1 জনকে, 2021 সালে 57 জনকে এবং বাকি 127 জনকে এ বছরে জম্মু ও কাশ্মীরে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছে।" 

এঁরা প্রত্যেকেই এসেছেন জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে। জম্মু ও কাশ্মীরে 370 ধারা রদ করে সরকার বলেছিল যে এবার থেকে যে কেউ জম্মু ও কাশ্মীরে জমি কিনে বাড়ি করতে পারে। সেই অনুযায়ী এই 185 জন মানুষ এখনও পর্যন্ত বাইরে থেকে এসে জম্মু ও কাশ্মীরে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছেন বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

বুধবার জেডিইউ সাংসদ রামনাথ ঠাকুর উচ্চ কক্ষে এই বিষয়ে প্রশ্নটির উত্থাপন করেন।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages