আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৩/২০২৩ : বৃহষ্পতিবার PTSTEWA এর পক্ষ থেকে রাজ্যপাল মহাশয় এর কাছে স্মারকলিপি প্রদান করা হল।
আজ 29/03/2023 বুধবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ৩ টায় পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের তিন জনের প্রতিনিধি দল রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, সহ- সভাপতি প্রলয় কুমার গুড়িয়া, রাজ্য সম্পাদক সৌমেন মন্ডল , রাজভবনে গিয়ে রাজ্যপাল মহাশয় সিভি আনন্দ বোসের সচিব এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের প্রতিনিধিগণের সঙ্গে সচিব মহাশয়ের সবিস্তারে আলোচনা হয় এবং আমাদের তিনি স্বপক্ষে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। আন্দোলনকারীরা বলেন, "আমাদের দাবি কলেজে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের মত, বিদ্যালয় গুলিতে কর্মরত পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করা হোক।" এই দাবিতে এদিন একটি ডেপুটেশন প্রদান করা হয়।
তাঁরা আরও বলেন, "আমরা চাই রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বঞ্চিত এই রাজ্যের সকল স্কুল পার্টটাইম শিক্ষকদের উপযুক্ত মর্যাদা দান করে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করুন।"