আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৩ : দু'দিনের সফরে পশ্চিমবাংলায় এসে মঙ্গলবার বেলুড়মঠে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গে এসে বাংলার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এদিন বেশ কিছু সরকারী কর্মসূচী রয়েছে তাঁর।
গতকাল রাজ্যে দু'দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে রাজ্যে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু এবং কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বাংলা ও বাংলার মানুষের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, "বাংলা ভাষা শুনলে মন ভরে যায়, মনে হয় যেন নিজের গ্রামের কাছাকাছি কোথাও রয়েছি। বাংলার মানুষও খুব ভাল এবং আবেগপ্রবণ।"
রাষ্ট্রপতি মুর্মু বলেন, "বাংলার মানুষ সংস্কৃতিমনস্ক। বহু বিপ্লবের জন্ম হয়েছে এই বাংলার মাটিতে, আবার প্রখ্যাত বিজ্ঞানীরাও উঠে এসেছেন এখান থেকে। রাজনীতি থেকে বিচার ব্যবস্থা, বিজ্ঞান থেকে দর্শন, আধ্যাত্মিকতা থেকে ক্রীড়াক্ষেত্র, সংস্কৃতি থেকে শিল্প বাণিজ্য, সাংবাদিকতা থেকে সাহিত্য, সিনেমা, সঙ্গীত, নাটক, পেন্টিং এবং অন্যান্য ক্ষেত্রেও বাংলা দিশারী হয়ে পথ দেখিয়েছে। বাংলার মাটি হল আত্মত্যাগের মাটি, দেশের জন্যে শহীদ হয়ে যাওয়ার মাটি। স্বদেশিয়ানা, সংস্কৃতি এবং শিক্ষা সব দিক থেকেই আদর্শ এই বাংলার মাটি। এখানকার মানুষ সাফল্যের সর্বোচ্য স্থানে পৌঁছে গেলেও মাটিতে মিশে থাকেন এবং ভারত মাতাকে গর্বিত করে চলেন।" তাঁকে পশ্চিমবঙ্গে উষ্ণ অভ্যর্থনা সহ স্বাগত জানানোর জন্যে রাজ্য সরকার এবং বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কলকাতার এসপ্ল্যানেড ইস্ট-এর নামকরণ করা হয়েছে 'সিধো কানু ডহর', যা দেখে বেশ খুশী হন রাষ্ট্রপতি। চলতি মাসের ১৯ তারিখে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে বিবেকানন্দ রক দর্শন করে এসেছেন তিনি, আর এদিন এলেন বেলুড় মঠ দর্শন করতে। আজ তিনি ইউকো ব্যাংকের ৮০ বছর পূর্তি হিসেবে ঐ ব্যাংকের ৫০টি শাখার উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে।