আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৩ : মোট চার দফা দাবী নিয়ে আজ কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারকে স্মারকলিপি জমা করল বাংলা পক্ষ। যেখানে বাংলা ভাষা এবং বাঙালিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
একটি আবেদন পত্রে বাংলা পক্ষের তরফ থেকে বলা হয়েছে, 'বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ, শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদের পতাকা বাহকই নয় বাংলা তথা বাঙালির চাকরি, ব্যবসা ও সামগ্রিক উন্নতির লক্ষ্যে নিরন্তর কাজ করে যাওয়া একটি সংগঠন। কলকাতা ছিয়াশি (৮৬) শতাংশ বাঙালির রাজ্য বাংলার রাজধানী কলকাতার পুর পরিষেবা আপনার পরিচালনায় সফল ভাবে পরিচালিত হচ্ছে।পুর পরিষেবাকে আরও নাগরিকমুখি করার জন্য নিম্নোক্ত দাবিগুলি পেশ করছি।'
১)বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বহু মানুষ কলকাতায় আসেন। কিন্তু কলকাতার বিভিন্ন রাস্তার নাম ফলকে বাংলা না থাকায় তারা রাস্তার নাম পড়তে পারেন না। একই ভাবে কলকাতা পুরসভার বিভিন্ন বিজ্ঞাপনে বাংলা না থাকায় সাধারণ মানুষের কাছে সেগুলি অবোধ্য হয়ে থাকে। আমাদের অনুরোধ আপনি কলকাতার প্রতিটি সরকারি, বেসরকারি নাম ফলক ও বিজ্ঞাপনে বাধ্যতামূলক ভাবে সব থেকে বড় অক্ষরে বাংলা রাখার নির্দেশ দিন। এই বিষয়ে পুর আইন থাকলেও তা মানা হয় না। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবার আবেদন করছি।
২) কলকাতার বুকে ব্যাপক ভাবে 'হকার বেড়ে যাওয়ার বাস্তবতা নাগরিকদের জন্য জটিল সমস্যা সৃষ্টি করেছে। হকার লাইসেন্স বা কার্ড দেওয়ার ক্ষেত্রে উক্ত ব্যবসায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা তার আবশ্যিক পরীক্ষা করার আবেদন জানাচ্ছি। আমাদের দাবি একমাত্র রাজ্যের ভূমিপুত্রদেরই রাজধানী শহরের ফুটপাতে ব্যবসা করা অধিকার দেওয়া হোক। হকাররা যেন বাংলা ভাষা বলতে, লিখতে ও পড়তে সক্ষম হয় আবশ্যিক ভাবে সেই দিকে নজর দেওয়া হোক।
৩)পুরসভার চতুর্থ শ্রেণীভুক্ত পদগুলির চাকরি সহ সমস্ত পদগুলি শুধুমাত্র ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ এবং প্রতিটি চাকরির ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছি।
৪)প্রতিটি ক্ষেত্রে পুরসভা কর্তৃক ডোমেসাইল সার্টিফিকেট প্রদানের সময় ডোমেসাইল সার্টিফিকেট আবেদনকারী রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা তা পুলিস ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হোক।
রিপোর্ট : সুব্রত রায়