উত্তর ভারত কেঁপে উঠল প্রবল ভূমিকম্পে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তর ভারত কেঁপে উঠল প্রবল ভূমিকম্পে

Share This

উত্তর ভারত কেঁপে উঠল প্রবল ভূমিকম্পে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 22/03/2023 : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লী সহ গোটা উত্তর ভারত। রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.6 বলে জানা যাচ্ছে।

আজ কিছুক্ষণ আগেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভূত হয়। রাজধানী দিল্লী তো বটেই, সেই সঙ্গে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভুকম্পনের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তরাখন্ড রাজ্যে বলে মনে করা হচ্ছে। উত্তর ভারতে ভূমিকম্পের মাত্রা ছিল 6.6;

ভূমিকম্পে উত্তর ভারতের পাশাপাশি কেঁপে উঠেছে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কিরঘিজস্তান এবং চীনের বেশ কিছু জায়গা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে হিন্দুকুশ পার্বত্য এলাকায়। কেন্দ্র স্থলে ভুকম্পের মাত্রা রিখ্টার স্কেলে ছিল 7.7;

ভূমিকম্পে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, বালুচিস্তান, কোয়েটা, লাহোর, রাওয়ালপিন্ডি ছাড়াও বিভিন্ন জায়গায় প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 80 সেকেন্ড এবং এখনও আফটার শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তানে ভুকম্পনের মাত্রা ছিল 6.8;

ভূমিকম্পের জেরে ভারতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এসে পৌঁছায় নি। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages