আজ খবর (বাংলা, নতুন দিল্লী, ভারত, 22/03/2023 : গতকাল রাতের পর আজ বিকেলে ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লী। সম্ভবত এবার আফটার শকেই কেঁপে উঠেছে দিল্লী।
গতল রাত্রি 10টা 17 মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লী। সেই ভূমিকম্পের উৎস্য স্থল ছিল পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে হিন্দুকুশ পর্বতমালায়। কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, পাকিস্তানে রিখ্টার স্কেলে মাত্রা ছিল 6.8 এবং দিল্লীতে ছিল 6.6; ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান থেকে হতাহতের খবর এলেও ভারতে হতাহতের খবর নেই।
বুধবার, বিকেল 4টে 43 মিনিট নাগাদ ফের একবার কেঁপে উঠল দিল্লী। রিখ্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 2.7; এদিনের এই ভুকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লী থেকে 17 কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে। পরপর দুই দিন এত কাছাকাছি সময়ের ব্যবধানে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লীর মানুষ। অনেককেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।