কংগ্রেসের বৈঠকে যোগ দিল তৃণমূল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কংগ্রেসের বৈঠকে যোগ দিল তৃণমূল

Share This
কংগ্রেসের বৈঠকে যোগ দিল তৃণমূল


আজ খবর ( বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০৩/২০২৩ :  রাহুল ইস্যুতে শেষ পর্যন্ত বিরোধী জোট দলগুলির সাথে বৈঠকে বসল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নিজেরাই  বিরোধী ঐক্য তৈরি করতে চাইছিল, কিন্তু কংগ্রেসকে এড়িয়ে গিয়ে সেই জোট তারা তৈরি করতে চাইছিল। সেই কারণেই তৃণমূল সুপ্রীমো সাক্ষাৎ করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সাথে। ওড়িশায় গিয়ে বৈঠক করেছিলেন নবীন পট্টনায়েকের সাথে। দক্ষিণ ভারত থেকে মমতার বাড়িতে এসে বৈঠক করে গিয়েছেন কুমার স্বামী। 

কংগ্রেসকে এড়িয়ে বিরোধী জোট গড়তে যাওয়া সেই তৃণমূল কংগ্রেসকেই  কিন্তু সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিতে দেখা গেলো। রাহুল ইস্যুতে কংগ্রেসকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের নিয়ে এদিনের  বৈঠকটি ডেকেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে, সমাজ বাদী পার্টি, জে ডি (ইউ), ভারত রাষ্ট্র সমিতি, সিপিআই (এম), আর জে ডি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিআই, আইইউএমএল, এমডিএমকে, কেরালা কংগ্রেস, আরএসপি, টিএমসি, আপ, জেকে এনসি এবং শিব সেনার  (উদ্ভব) প্রতিনিধিরা।


রাহুল ইস্যুতে কংগ্রেসকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টে এদিনের বৈঠকে তাই উপস্থিত থাকতে দেখা  গেল তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জহর সরকারকে। রাহুল ইস্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন "যারাই কেন্দ্র সরকারের সামনে মাথা নত করবে না তাদের পিছনেই কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দেওয়া হবে, আমাদের দেশে গণতন্ত্র রীতিমত বিপন্ন হয়ে উঠেছে।"

মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতে বিরোধীরাই মূল টার্গেট হয়ে যায়। তারা সংসদে কিছু বললে বিজেপির চক্ষুশূল হয়ে ও। তাদেরকে টার্গেট করা হয়। তাদের সাংসদ সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।" রাহুল ইস্যুতে প্রতিবাদ জানাতে এদিন কংগ্রেস নেতাদের পার্লামেন্ট থেকে কালো কাপড় পড়ে  বের হতে দেখা গিয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages