অনুব্রতর ঠাঁই তিহারেই - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অনুব্রতর ঠাঁই তিহারেই

Share This
অনুব্রতর ঠাঁই তিহারেই


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৩/২০২৩ : শেষ পর্যন্ত দিল্লী যেতেই হচ্ছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এবং সেক্ষেত্রে তাঁর আপাতত ঠিকানা হতে চলেছে তিহার জেল।

আজ সকালে অনুব্রতকে আসানসোল জেল থেকে বের করে নিয়ে আসা হয়। তাঁকে নিয়ে পুলিশ যখন শক্তিগড়ে প্রাতরাশ করতে বসে, তখন দেখা যায় অনুব্রত ঘনিষ্ঠ অন্তত তিনজন অনুব্রতর সাথে কথা বলছে। পুলিশ রয়েছে পাশের টেবিলে। এই বৈঠক চলে প্রায় আধা ঘণ্টার মত।  কিভাবে ঐ  তিনজন অনুব্রতর কাছে চলে এল এবং এতক্ষণ ধরে বৈঠক করতে পারল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের তরফ থেকে এর কোনো জবাব পাওয়া যায় নি।


দুপুরে অনুব্রতকে কলকাতায় নিয়ে আসা হয়, নিয়ে যাওয়া জোকার ইএসআই হাসপাতালে। সেখানে দীর্ঘক্ষণ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ফিট সার্টিফিকেট পেয়ে হাসপাতালেই পুলিশ ইডির হাতে অনুব্রতকে হস্তান্তর করে। এরপর অনুব্রতকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে।  আজ সন্ধ্যেবেলার ভিস্তারার ফ্লাইটে অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লীতে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেন নি অনুব্রত মণ্ডল। তাঁকে দেখেই  বোঝা যাচ্ছিল তিনি মানসিক চাপে আছেন। বিমান বন্দরে ঢোকার মুখে তাঁকে একবার ইনহেলার নিতেও দেখা যায়। দিল্লীতে পৌঁছাতে যেহেতু আজ রাত্রি হয়ে যাবে, তাই আজ আর তাঁকে আদালত তোলা হবে না। তবে আর এক দফা তাঁর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে, আর তার পরেই তাঁর ঠাঁই হতে চলেছে তিহার জেলে। 




Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages