আজ খবর (বাংলা), বারাণসী, উত্তর প্রদেশ, ২৯/০৩/২০২৩ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে ৬৪৪ কোটি টাকা ব্যয়ে জন-পরিবহণে ৩.৮৫ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে নির্মাণের প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি বারাণসীতে ৬৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জন-পরিবহনে ৩.৮৫ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে নিয়ে করা ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“আস্থা এবং প্রযুক্তির এক অদ্ভুত সমন্বয়! বারাণসীতে নির্মিত এই রোপওয়ে পূণ্যার্থীদের যাত্রাপথে এক নতুন অনুভূতি বহন করে নিয়ে আসবে যা তাদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এছাড়াও বাবা বিশ্বনাথের দর্শনেও তা সুবিধাজনক হবে।”
Loading...