আজ নয়, শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ নয়, শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস

Share This

 

আজ নয়, শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস

আজ খবর (বাংলা), লখনৌ, উত্তর প্রদেশ, ২২/০৩/২০২৩ :  বুধবার আকাশে চাঁদ দেখতে পাওয়া গেলো না, তাই ২২ তারিখের বদলে ভারতে রমজান মাস শুরু হতে চলেছে আগামী ২৪ তারিখ থেকে।

রমজান মাস শুরু হওয়ার কথা ছিল ২২ তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে।  কিন্তু ভারতের কোনো জায়গা থেকেই যেহেতু চাঁদ দেখা গেলো না, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রমজান মাস শুরু করা হবে আগামী ২৪ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে। এই ব্যাপারে 'লখনৌ মরকজী চাঁদ কমিটি' সিদ্ধান্ত নিয়েছে বুধবারের বদলে ভারতে আগামী শুক্রবার থেকেই রমজান মাস শুরু করা হবে।


মৌলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মাহালি বলেন, "বুধবার ভারতবর্ষের কোনো জায়গা থেকেই চাঁদের দর্শন পাওয়া যায় নি, তাই এদিন থেকে রমজান মাস শুরু করা যায় নি। তবে যেহেতু আগামী ২৪ তারিখ বা শুক্রবার চাঁদের দর্শন পাওয়া যেতে পারে, তাই আগামী শুক্রবার থেকেই ভারতে রমজান মাস শুরু করা হবে।" মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের উপবাস পালন করেন, যদিও চাঁদের দর্শন পাওয়া বা না পাওয়ার ওপর ঠিক কবে থেকে রমজান মাস পালন শুরু করা হবে তা নির্ভর করে। 

সৌদি আরবে আজ চাঁদ দেখা গিয়েছে, তাই একটা দিন পর থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ  অন্যান্য দেশেও ২৪ তারিখ থেকে রমজান মাস শুরু করা হবে বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages