আজ খবর (বাংলা), পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান, ২৯/০৩/২০২৩ : বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ হতে দেখা গেল পাণ্ডবেশ্বরে। অবস্থান বিক্ষোভে যোগদান করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, ব্লক মহিলা সভানেত্রী রমা রুইদাস সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
মূলত রাজ্য সরকারের ১০০দিনের টাকা বাবদ বকেয়া ৭ হাজার কোটি টাকার দাবিতে কলকাতার রেড রোডে অবস্থান-বিক্ষোভে বসেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দেন আগামী 29 তারিখ এবং ৩০ তারিখ এই ধর্ণামঞ্চে বসার জন্য। এই মোতাবেক রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এই ধরনের মঞ্চের মাধ্যমে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এই ধরনের মঞ্চে এসে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "কেন্দ্র সরকার ইংরেজদের মতো রাজ্যের সাথে ব্যবহার করছেন। সাধারণ খেটে খাওয়া গরীব মানুষের টাকা অন্যায় ভাবে আটকে রেখেছেন। এই কেন্দ্র সরকার জনবিরোধী এবং মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে। এই চক্রান্তের প্রতিবাদে সাধারণ মানুষ আগামী পঞ্চায়েত ভোটে তা প্রতিফলিত করবে ব্যালট বক্সের মাধ্যমে।"