আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৩/২০২৩ : আজও নওশাদ সিদ্দিকীকে জেল থেকে ছাড়া হল না। জামিন হয়ে গেলেও আজকের রাত্রিটা জেলেই কাটাতে হচ্ছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে।
প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে গিয়ে কলকাতার রাজপথ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকীকে। টানা ৪০ দিন তিনি জেলে ছিলেন। বারবার জামিনেআবেদন জানিয়েছিলেন অথচ জামিন পান নি; গতকাল মানেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নৌশাদকে জামিন দিয়েছিলেন। সেইমত জামিন পেয়ে তাঁর গতকালই জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল. তিনি জেল থেকে বেরিয়ে সোজা বাড়ি যেতে চেয়েছিলেন।\
কিন্তু তা আর বাস্তবে ঘটেনি। আদালত থেকে দরকারি নথিপত্র এসে পৌঁছালো না জেল কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর কোনো বন্দীকে ছেড়ে দেওয়া হয় না. এ ক্ষেত্রেও তাই হয়েছে, সূর্যাস্তের আগে আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট নথিপত্র এসে না পৌঁছানোয় জেলমুক্ত ঘটেনি নৌশাদের। সুতরাং আজকের দিনটাও তাঁকে জেলেই থাকতে হচ্ছে। যদিও ফুরফুরা শরীফ তাঁর প্রত্যাবর্তনের দিন গুনছে।
জেল সুপার দেবাশীষ ভট্টাচার্য আজ জানালেন, আইনি জটিলতার কারণে আদালত থেকে কোনরকম কাগজ জেলে এসে পৌঁছায়নি এবং ইতিমধ্যে জেলের বেল পড়ে গেছে লকআপ বন্ধ হয়ে গেছে। এরপরে যদি কাগজ আসে তাহলে লকআপ খোলার পরেই অর্থাৎ আগামীকাল সকালে তাঁকে ছাড়া হবে।