![]() |
গঙ্গা আরতি (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৩ : আগামীকাল থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যেতে চলেছে গঙ্গা আরতি। আগামীকাল বাজে কদমতলা ঘাটে এই গঙ্গা আরতির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশের বারাণসীতে নিয়মিত গঙ্গা আরতি হতে দেখা যায়। বর্নাঢ্য সেই পূজায় অংশ নেন অসংখ্য মানুষ। দেশ বিদেশ থেকেও পর্যটকেরা ছুটে আসেন এই গঙ্গা আরতি দেখতে। সংস্কৃত মন্ত্র উচ্চারণের সাথে সাথে গঙ্গা নদীকে দেবীরূপে পূজা করা হয়। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন পুরোহিতরা। এরপর গঙ্গা পূজা করা হয়। বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর ঘন্টা। দেওয়া হয় শঙ্খ ধ্বনিও। একইভাবে বিশেষ পার্বনে পূজা করা হয় হরিদ্বারেও।
এবার হাওড়ার বাজে কদমতলা ঘাটেও শুরু হতে হযেছে গঙ্গা আরতি। আগামীকাল সন্ধ্যেবেলায় এই পূজা শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্যে পর্যটন শিল্পের প্রসারের কারণেই কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটগুলিতে গঙ্গা আরতি শুরু করা হবে। সেই অনুযায়ী আগামীকাল বাজে কদমতলা ঘাটে শুরু হতে চলেছে রাজ্যের প্রথম গঙ্গা আরতি। উপস্থিত থাকতে পারেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।