এই প্রথম সড়কপথে তালি যুক্ত হল দেশের সাথে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এই প্রথম সড়কপথে তালি যুক্ত হল দেশের সাথে

Share This

এই প্রথম সড়কপথে তালি যুক্ত হল দেশের সাথে


আজ খবর (বাংলা), ইটানগর , অরুণাচল  প্রদেশ, ০৩/০৩/২০২৩ :   সীমান্ত অঞ্চলগুলিতে সড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ করতে চাইছে ভারত। অরুণাচল প্রদেশের ইয়াঙতে থেকে তালি যাওয়ার সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ হাওয়ায় বেশ খুশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এই প্রথম অরুণাচল প্রদেশের তালি জায়গাটি সড়কপথে দেশের অন্যান্য জায়গার সাথে যুক্ত হল. সাফল্যের সাথে নির্মিত হল ইয়াঙতে থেকে তালি যাওয়ার পার্বত্য সড়কপথ। এই দুর্গম পথে সড়ক নির্মাণ ছিল ব্যাপক চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু সীমান্ত অঞ্চলে লাল ফৌজের বিভিন্ন কার্যকলাপ দেখে ভারতও আর হাত গুটিয়ে বসে থাকতে পারছে না. তাই অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় পার্বত্য গ্রামগুলিকে সড়কপথে যুক্ত করে নিতে চাইছে। যাতে প্রয়োজনে সব রকম  ভারতীয় সেনাবাহিনী অনায়াসে  পৌঁছে যেতে পারে সীমান্ত এলাকায়। 


আকাশপথে চীন সীমান্তে যথেষ্ট দাপট দেখাতে পারে ভারতীয় বিমান বাহিনী। এবার স্থলপথেও সমান শক্তি দেখাতে চাইছে ভারত। শুধু তাই নয়, এবার উত্তর পূর্বের সব রাজ্যগুলিতেই  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইছে কেন্দ্র সরকার। পর্যটনের বিকাশ ঘটিয়ে এই অঞ্চলে মানুষের  রোজগার বাড়াতে চাইছে। মূল বাণিজ্যকেন্দ্রগুলিকে পূর্ব ভারত থেকে উত্তর পূর্ব ভারতে প্রসার ঘটাতে চাইছে। পাশাপাশি দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সাথে বাণিজ্যিক ও পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের ক্রাদাদি জেলায় ৫১ কিলোমিটার ইয়াংতে – তালি সড়কের কাজ সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ইয়াংতে – তালি সড়কের কাজ সম্পূর্ণ হওয়ার বিষয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “এটি দেখে আমি আনন্দিত”।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages