আজ খবর (বাংলা), কলকাতা ও আসানসোল, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৩ : একদিকে জেল থেকে জামিন পেয়ে কিছুটা রেহাই পেলেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী, অন্যদিকে আরও কঠিন পরিস্থিতিতে পড়লেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। দিল্লীতে যেতেই হচ্ছে তাঁকে।
দীর্ঘ ৪০ দিন পর আজ জামিন পেয়ে গেলেন আইএসএফ নেতা তথা বিধায়ক নৌশাদ সিদ্দিকী। এর আগে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জামিনের আবেদন করলেও তিনি জামিন পাচ্ছিলেন না। বেশ কয়েকবার তাঁর জামিনের আৱেদন নাকচ হয়ে গেলেও আজ হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন।সুতরাং কিছুটা স্বস্তিতে রয়েছেন নৌশাদ সিদ্দিকী।
অন্যদিকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কান্ড এবং কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আসানসোল জেলে বন্দী আছেন অনুব্রত মন্ডল। তাঁর জামিনের আবেদনও নাকচ হয়ে গিয়েছে বেশ কয়েকবার। তবে এবার তাঁকে নিয়ে দিল্লী যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালত তাঁকে জেরা করার জন্যে দিল্লী নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। সেইমত আগামীকালই অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী দল আসানসোলে নিয়ে যাচ্ছে বলে জানতে পারা গিয়েছে। সেক্ষেত্রে প্রবল চাপে রয়েছেন অনুব্রত, প্রবল চাপে আছে তার দল তৃণমূল কংগ্রেসও।