আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৪/০৩/২০২৩ : মঙ্গলবার সকালে দলের সিনিয়ার মন্ত্রীদের নিয়ে সংসদে বিশেষ বৈঠক সেরে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের প্রায় সব বরিষ্ঠ মন্ত্রীরাই হাজির ছিলেন মোদীর বৈঠকে।
প্রায় এক মাসের বিরতির পর গতকাল থেকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে. সেই অধিবেশন গতকাল বিরোধীদের হট্টগোলে দু'বার ব্যাহত হয়েছে। লন্ডনে দেওয়া এক দরুন রাহুল গান্ধীর থেকে হয়েছে দলের সিনিয়ার মন্ত্রী পীযুষ গোয়েলকে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকগুলি চলবে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। শেষ পর্যন্ত কিভাবে এই বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালানো যায়, তার জন্যে সঠিক নীতি নেওয়ার উদ্দেশ্যেই আজ দলের সিনিয়ার মন্ত্রীদেরকে নিয়ে আগাম বৈঠক সেরে রাখলেন নরেন্দ্র মোদী।
সংসদে ঠিক কি কি ধরনের প্ৰস্তাৱ আনা হবে,কোন ধরনের সরকারি প্রস্তাবের বিরোধিতা করা হবে সেইসব ঠিক করতে গতকাল কংগ্রেস নিজেদের মত করে বৈঠক সেরে নিয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী।
এদিন বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, আইন মন্ত্রী কিরেন রিজিজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি।