সীমান্ত দিয়ে মানুষ পাচার চক্রও সক্রিয় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সীমান্ত দিয়ে মানুষ পাচার চক্রও সক্রিয়

Share This

সীমান্ত দিয়ে মানুষ পাচার চক্রও সক্রিয়


আজ খবর (বাংলা), বিলোনিয়া, ত্রিপুরা, 14/03/2023 : আদম বেপারী চক্র এখনো সক্রিয় বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকায়। দীর্ঘদিন ধরে মানুষ আমদানি রপ্তানির বাণিজ্য চলতে থাকলেও অদৃশ্য কোন এক কারণে এই ধরনের ঘটনার কোনো হদিস করতে পারছে না সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনী এবং দক্ষিণ জেলা পুলিশ। 

গতকাল মোবাইল সূত্র ধরে আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকার বাজারবাড়ী থানার পুলিশ বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা ব্যাপারীর  লিংকম্যান বিধান বৈদ্যের ছেলে দীপাঞ্জন বৈদ্যকে গ্রেপ্তার করে নিয়ে যায় আসাম পুলিশ। 


ঘটনার বিবরণে জানা যায় ঋষ্যমূখ শহীদ বেদী এলাকার বাসিন্দা দীপাঞ্জন বৈদ্য নামে গত এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে উঠে আসা এক রোহিঙ্গা যুবককে ঋষ্যমূখ এক মোবাইল সিম কার্ড বিক্রির দোকান থেকে বেনামী মোবাইল সিম কিনে দেয় এবং পরবর্তী সময়ে মোবাইল রিচার্জ ও ফোনে রীতিমত যোগাযোগ রক্ষা করে চলছে। পরবর্তী সময়ে ঐ রোহিঙ্গা যুবক যখন আসামের করিমগঞ্জ এলাকার বাজারবাড়ী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় তখন সেই রোহিঙ্গার মোবাইল কল লিস্ট এর তাদের দুইজনের কথোপকথনের সূত্র ধরে আসাম পুলিশ সেই মামলায় বিলোনিয়া এসে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় ঋষ্যমূখ শহীদ বেদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় দীপাঞ্জন বৈদ্যকে। 

তারপর তাকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সমস্ত ধরনের নিয়ম-কানুন মেনে আসাম প্রদেশের পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages