প্রবল তুষারপাতে কাবু সিকিম, পর্যটকদের উদ্ধার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রবল তুষারপাতে কাবু সিকিম, পর্যটকদের উদ্ধার

Share This
প্রবল তুষারপাতে কাবু সিকিম, পর্যটকদের উদ্ধার


আজ খবর (বাংলা), গ্যাংটক, সিকিম, ৩০/০৩/২০২৩ : দক্ষিণ বঙ্গের বাতাসে যখন তাপের ছোঁয়া লেগেছে, ঠিক তখনই  প্রতিবেশী রাজ্য সিকিমে চলছে শৈত্য প্রবাহ এবং তুষারপাত। তুষার ধ্বসের কারনে আটকে গিয়েছে সড়কপথ। আটকে গিয়েছেন পর্যটকেরা।

সিকিমে মার্চ মাসে সাধারণত এতটা তুষারপাত হয় না। এই সময় ফুলের মরসুম শুরু হয়ে যায়। গোটা সিকিম জুড়েই এপ্রিল ও মে মাসে ফুটে ওঠে নানান রঙের নাম জানা না জানা ফুল। ফুটে থাকতে দেখা যায় বিভিন্ন রঙের রডোডেনড্রন ফুল, এছাড়া ম্যাগনোলিয়া, টিউলিপ, জুনিপার, ম্যাগপাই আরও কত কি ! উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালিকে ফুলের উপত্যকা বলা হয়। সেই জায়গায় সিকিম জুড়ে অপ্রত্যাশিতভাবে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ, ক্রমাগত হয়ে চলেছে তুষারপাত।


সরকারী হিসাব বলছে এই বছর মার্চ মাসে অন্ততপক্ষে ১০ হাজার পর্যটক এবং ৩,০০০ গাড়িকে বরফের কবল থেকে উদ্ধার করা হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল কাজ করে চলেছে। যে সময়ে সিকিমে বসন্ত চলে আসার কথা, পাহাড়ের ধাপগুলি সবুজ হয়ে থাকার কথা, তার বদলে বর্তমানে সেখানে তীব্র শীতের কামড়, অন্য  রকম অনুভূতি, পাহাড়ের খাঁজে খাঁজে বরফ। এ যেন এক অদ্ভুত অভিজ্ঞতা। দিগন্তে নীল আকাশের বুকে স্বপার্ষদ কাঞ্চনজঙ্ঘা উঁকিঝুঁকি মারছে যখন তখন। দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলিকেও। 



সিকিমে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে। কখনও  কখনও  তা নেমে যাচ্ছে হিমাঙ্কের নিচে। উত্তর সিকিমের ফানিতে নেমেছে তুষার ধ্বস, যার ফলে বন্ধ  হয়ে গিয়েছে লাচুং থেকে ইয়ুমথাং যাওয়ার রাস্তা। এইসব জায়গায় পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। সর্বত্র যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁদের। পর্যটকদের এখন ইয়াকসে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। গোটা এলাকা জুড়ে বরফ পরিষ্কার করার কাজ চলছে। 



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages