সুকন্যা আজ ইডিকে এড়িয়ে গেলেন, কালীঘাটের কাকু সিবিআইতে রাজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুকন্যা আজ ইডিকে এড়িয়ে গেলেন, কালীঘাটের কাকু সিবিআইতে রাজ্য

Share This
সুকন্যা আজ ইডিকে এড়িয়ে গেলেন, কালীঘাটের কাকু সিবিআইতে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৩/২০২৩ : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির গ্রেপ্তারির পর আজ ইডির তলব এড়ালেন অনুব্রতর কন্যা সুকন্যা। পাশাপাশি 'কালীঘাটের কাকু' বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রকে আজ জেরা করছে সিবিআই।

গতকাল প্রায় সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মন্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারীকে। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসহযোগিতা করছিলেন বলে অভিযোগ উঠেছে। এর পরেই গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয় মনীশ কোঠারীকে।

আজ দিল্লীতে অনুব্রত মন্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করার ছিল তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে। কিন্তু শরীর খারাপ থাকায় সুকন্যা আজ দিল্লীতে জেরার পর্বটি এড়িয়ে গেলেন। সুকন্যা ইতিমধ্যেই তাঁর শরীর খারাপের বিষয়টি উল্লেখ করে ইডির দপ্তরে মেল্ পাঠিয়ে দিয়েছেন এবং কয়েকটি দিন সময় চেয়ে নিয়েছেন।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্যে আজ সিবিআই ডেকে পাঠিয়েছিল 'কালীঘাটের কাকু' বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রকে। সিবিআইয়ের দাবী বিভিন্ন দুর্নীতি সম্পর্কে কালীঘাটের কাকু অনেক কিছু জানেন। সেইমত গতকাল তাঁকে তলব করা হয়েছিল। আজ সকালে সুজয়বাবু পৌঁছে যান নিজাম প্যালেসের সিবিআই অফিসে। এই মুহূর্তে তাঁকে জেরা করার কাজ করছে সিবিআই। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages