আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৫/০৩/২০২৩ : কারোর হুমকিতে তিনি ভয় পান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর সাংসদ পদ চলে যাক অথবা তাঁকে জেলে পাঠানো হোক, কোনো পরিস্থিতির জন্যে তিনি ভীত নন বলে সাংবাদিকদের জানিয়ে দিলেন রাহুল। তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার এক দিন পরেই আজ সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি।
নিজের বক্তব্য থেকে তিনি পিছু হঠবেন না জানিয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের এদিন বলেন, "আমি শুধু প্রশ্ন করেছিলাম কিভাবে কুড়ি হাজার কোটি টাকা আদানির ঘরে গেলো ? সেই প্রশ্নের জন্যেই এই সাজানো নাটক উপস্থাপিত করা হল। এই প্রশ্নের জন্যেই আমাকে জেলে পাঠানো বা সাংসদ পদ খারিজ করার মত সাজা শোনানো হলেও আমি ভয় পাচ্ছি না।"
রাহুল গান্ধী বলেন, "আমি সত্য ব্যতিত অন্য কোনো কিছুতে আগ্রহী নই। আমি সর্বদা সত্য কথা বলি, এটাই আমার কাজ, আর আমি সেটা করেই যাব। আমাকে জেলেই পাঠানো হোক অথবা আমার সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক, আমি কোনোভাবেই পিছু হঠবো না। আমি আদানি ইস্যু নিয়ে প্রশ্ন তুলবোই। আমি জানতে চাই আদানির সাথে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক রয়েছে। এই ইস্যু নিয়ে আমি লড়ে যাব।"
রাহুল আরও বলেন, "কিছু মন্ত্রী আমার সম্বন্ধে মিথ্যা কথা বলেছেন। আমি নাকি বিদেশী শক্তির সাহায্য চেয়েছি ! কিন্তু এই ধরনের কোনো কাজ আমি করিনি। আদানি ইস্যু নিয়ে আমি প্রশ্ন করেই যাব। মোদীর সাথে আদানির সুসম্পর্কের বিষয়টি আমি প্রকাশ্যে নিয়ে আসব। আমি এর আগে বার বার বলেছি আমাদের দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। প্রতিদিন তার একাধিক উদাহরণ দেখতে পাওয়া যায়। আমি এর আগে মোদী ও আদানির সম্পর্ক নিয়ে সংসদেও প্রশ্ন তুলেছিলাম একাধিকবার।"
মোদী পদবী নিয়ে অবমাননাকর বক্তব্য রাখার জন্যে একটি মামলায় সুরাট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে, একই ধারায় রাহুলের সাংসদ পদ খারিজ করে দিয়েছে। যদিও পাশাপাশি তাঁকে জামিনও দিয়েছে আদালত, যাতে রাহুল আগামী ৩০ দিনের মধ্যেই উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপীল করতে পারেন। এদিকে দেশের বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর সাজা ঘোষণার খবর শুনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সমর্থকেরা।