![]() |
বিলাওয়াল ভুট্টো |
আজ খবর (বাংলা), নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র, ১১/০৩/২০২৩ : ভারতকে 'বন্ধু' বলেও শেষমেশ নিজেকে কোনোমতে সামলে নিয়ে 'প্রতিবেশী দেশ' হিসেবেই বর্ণনা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 'ইসলামোফোবিয়া' অনুষ্ঠানের প্রথম দিনে পাকিস্তানে মহিলাদের অবস্থান নিয়ে একটি সেমিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো। এদিন সাংবাদিক বৈঠকে ভুট্টোকে কাশ্মীর নিয়েও প্রশ্ন করা হয়। এই সময়, তিনি বলেন, "কাশ্মীর বিশাল উচ্চতার বিষয়। আমাদের বন্ধু ......(বলেই নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে) ভারত সহ প্রতিবেশী দেশগুলির চূড়ান্ত আপত্তি আছে।" এরপর ওই প্রসঙ্গে তিনি নিজস্ব বক্তব্য রাখেন তবে অতি সংক্ষিপ্ত ও সন্তর্পনে।
এদিকে পাকিস্তান জুড়ে অত্যাবশ্যকীয় দ্রব্যের মূল্য আকাশ ছুঁয়েও উর্ধমুখে চলে যাচ্ছে। পেট্রল ডিজেলের দাম সবচেয়ে লাগামছাড়া। সেই দেশে ক্রমেই জ্বালানির মজুত ফুরিয়ে আসছে। ফলে প্রতিদিন সঙ্কট বেড়েই চলেছে। প্রতিদিন জ্বালানির দাম বেড়েই চলেছে। অবস্থা এতটাই বেগতিক যে চোরাপথে ইরান থেকেও পেট্রাল ও ডিজেল আসছে এবং তা কালো বাজারে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও পাক সরকার গোটা বিষয়টিকে অনৈতিক ও অসাধু উদ্যোগ বলে জানিয়েছে। জ্বালানির পাশগোপাশি অন্যান্য পণ্যের দামও বেশ চড়া পাকিস্তানের সর্বত্র।