বিমানের টয়লেটে লুকিয়ে সিগারেট, গ্রেপ্তার ১ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিমানের টয়লেটে লুকিয়ে সিগারেট, গ্রেপ্তার ১

Share This
বিমানের টয়লেটে লুকিয়ে সিগারেট, গ্রেপ্তার ১


আজ খবর (বাংলা), মুম্বই, মাহারাষ্ট্র, ১২/০৩/২০২৩ : চলন্ত বিমানের টয়লেটে লুকিয়ে সিগারেট খাওয়া এবং সহযাত্রীদের সাথে অভব্য আচরণের কারনে এক ব্যক্তিকে আটক করল মুম্বইয়ের পুলিশ। রমাকান্ত নামে ধৃত ঐ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ তারিখে মুম্বই-লন্ডন উড়ানে বিমানে উঠেছিলেন ৩৭ বছর বয়সী রমাকান্ত। বিমান আকাশে  থাকাকালীনই দেখা যায় বিমানের একটি টয়লেটে এমার্জেন্সি এলার্ম বাজছে। বিমানের ক্রু সদস্যরা দ্রুত সেই টয়লেটে গিয়ে দরজা খুলে ফেলে দেখেন সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। টয়লেটে বসে সিগারেট খাচ্ছেন রমাকান্ত। দ্রুত তাঁর হাত থেকে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে নিভিয়ে ফেলা হয়। এরপর একরকম জোর করেই  রমাকান্তকে তাঁর নিজের আসনে নিয়ে যাওয়া হয়।


এর পরেই রমাকান্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। চিৎকার করতে থাকেন এবং তাঁর অদ্ভুত ব্যবহারে সহযাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। এমন সময় বিমানের দরজা খোলার চেষ্টাও তিনি করেন। এই অবস্থায় রমাকান্তকে নিয়ন্ত্রণে রাখতে বিমান ক্রু'রা আসনের সাথে তাঁকে বেঁধে ফেলেন। সহযাত্রীদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক। তিনি প্রাথমিক ভাবে রমাকান্তের স্বাস্থ্য পরীক্ষা করেন। রমাকান্ত তাঁকে বলেন তাঁর ব্যাগে কিছু ওষুধপত্র রয়েছে, যদিও তল্লাশি চালিয়ে একটি ই-সিগারেট ছাড়া আর কিছুই মেলেনি ঐ ব্যাগ থেকে। 

রমাকান্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ২২, ২৩ ও ২৫ ধারায় গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। কেন তিনি এই ধরনের কাজ করেছেন তা জানতে তাঁকে জেরা করা হচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages