এডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না : মমতা

Share This
এডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না : মমতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৩ : রাজ্যে বাড়তে থাকা এডিনো ভাইরাসে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনেই আছে, এডিনো ভাইরাস নিয়ে সবকিছুর ওপরে নজর রাখছে রাজ্য সরকার।

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ১২টা ঘটনার মধ্যে ২টি মাত্র কেস দেখতে পাচ্ছি যেখানে এডিনো ভাইরাস হয়েছিল।  বাকিগুলি কো মর্বিডিটি। অনেক ক্ষেত্রেই প্রি ম্যাচিওর্ড বাচ্ছার জন্ম হয়, ওজন কম থাকে, অন্যান্য সমস্যা থাকে। তবে যে কোনো শিশুর মৃত্যু কাঙ্খিত নয়।  কোনো মৃত্যুই কাঙ্খিত নয়. মায়েরা যথেষ্ট যত্ন নেয় শিশুদের তবু আমি বলব  মায়েরা যেন শিশুদের আরও একটু  যত্ন নেয়।"

মমতা বলেন, "এডিনো ভাইরাস আমাদের রাজ্যে সেভাবে মারাত্মক আকার ধারণ করেনি। রাজ্য সরকার পরিস্থিতি  মোকাবিলা করার জন্যে সব রকম ব্যবস্থা নিয়ে রেখেছে। অন্তত ৫,০০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। ৬০০ জন শিশুরোগ বিশেষজ্ঞকে প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য সরকার গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে, আমিও নজর রাখছি। এই  ভাইরাস আমাদের রাজ্যে এমন কিছু মারাত্মক আকার ধারণ করে নি যাতে আতঙ্কিত হতে হবে।  পরিস্থিতি মোকাবিলা করার জন্যে রাজ্য সরকার প্রস্তুত রয়েছে।"

এদিন এডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর দায় এক শ্রেণীর সংবাদ মাধ্যমের ওপরেই ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন যাতে অযথা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে। সংবাদ সংগ্রহের জন্যে হাসপাতালগুলির বাইরে তিনি পৃথক জায়গা করে দেওয়ার কথাও বলেন, যাতে যত্রতত্র সাংবাদিকরা ঢুকে না পড়েন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এডিনো পরিস্থিতির দিকে কড়া  নজর রেখেছে এবং এই ব্যাপারে একটি হেল্প লাইন নম্বর  জানিয়ে রাখেন; তিনি জনগনের কাছে অনুরোধ করেন 'অযথা আতঙ্কিত না হয়ে ওই হেল্পলাইন নম্বরে ফোন করুন', ঐ  নম্বর ২৪ X ৭ অর্থাৎ সবসময় কাজ করছে। হেল্প লাইন নম্বরটি হল ১৮০০৩১৩৪৪৪২২২;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages