আজ খবর (বাংলা), সুরাট, গুজরাট, ২৪/০৩/২০২৩ : সাংসদ পদ খারিজ হয়ে গেলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সুরাট আদালতের নির্দেশে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল।
'মোদী' পদবী নিয়ে অবমাননাকর কথা বলায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ২০১৯ সালের এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি জনসভায় অবমাননাকর মন্তব্য করে বলেছিলেন, "মোদী পদবীধারীরাই কেন এত চোর হয় ? চোরেদের মধ্যেই কেন এত মোদী পদবী পাওয়া যায় ?" তাঁর বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে রাহুল ললিত মোদী বা নীরব মোদীর নাম নিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেন নি।
রাহুল গান্ধীর এই ধরনের বক্তব্যের পরেই গুজরাটের সূরাতে একটি মানহানির মামলা করা হয়েছিল। এই মামলায় রাহুলের দুই বছর পর্যন্ত কারাবাসও হতে পারত, তবে এই মুহূর্তে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। আজ এই বিষয়ে নির্দেশ দিয়েছে সুরাটের আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, কেরালার ওয়ানাড থেকে নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় বিজেপির প্রবল নিন্দা করেছেন আর এক কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, "সত্যি কথা বলার শাস্তি পেতে হল রাহুল গান্ধীকে। বিজেপির বিরোধিতা করলেই এই ধরনের শাস্তি পেতে হচ্ছে।" রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়া যাওয়ায় নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।