আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/০৩/২০২৩ : পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট এখনও প্রকাশ করা না হলেও পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ হিসেবে টার্গেট করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে পঞ্চায়েত ভোটের কৌশল ঠিক করতে আজ কালীঘাটে দলীয় নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও.
যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একের পর এক তৃণমূল নেতাদেরকে তলব করে চলেছে এবং জেলে পাঠাতে শুরু করেছে, তাতে করে যাতে দল কালিমালিপ্ত না হয় আর তার প্রভাব যাতে আসন্ন পঞ্চায়েত ভোটে না পড়ে তার জন্যেই নয়া স্ট্র্যাটেজি তৈরি করাটা ছিল আবশ্যক। শুধু তাই নয় দলের এক শ্রেণীর নেতা নেত্রীর কাজকর্মের জন্যে দলের তৃণমূল স্তরের কর্মীদের মনোবল যাতে ভেঙে না পড়ে তার জন্যেও একটা কৌশলগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল. এই কারণেই আজ কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বৈঠক ডাকা হয়েছিল।
আজকের বৈঠকে দলের সব স্তরের নেতা নেত্রী এবং মন্ত্রীরা হাজির ছিলেন। আসন্ন পঞ্চায়েত ভোটে দলের কৌশল বাতলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দিদির রক্ষা কবচ বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যুব তৃণমূলের ওপর আরও বেশি করে দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। বিভিন্ন সরকারী প্রকল্পগুলির মাধ্যমে আরও বেশি করে জনসংযোগ তৈরি করার কৌশলগত পথেও হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস।
আজ বিকেলে কালীঘাটে এসে মমতার সাথে সাক্ষাৎ করতে পারেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস একলা চাল নীতি নিয়েই রয়েছে। আজ অখিলেশ যাদবের সাথে মমতার বৈঠকের পর সেই দৃষ্টিভঙ্গি কি পাল্টাতে চলেছে ? কেননা এরপর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথেও হট বৈঠকে বসতে পারেন মমতা।