![]() |
নৌশাদ সিদ্দিকী |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৩/২০২৩ : একদিকে জেলমুক্তি ঘটল ভাঙ্গরের বিধায়ক পীরজাদা নৌশাদ সিদ্দিকীর, অপরদিকে চাপ বাড়তে চলেছে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের।
![]() |
অনুব্রত মন্ডল |
টানা ৪২ দিন পর আজ প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী। যদিও গত পরশু দিন তিনি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্ত সরকারি নথী আদালত থেকে ঠিক সময়ে জেলে গিয়ে না পৌঁছনোর জন্যে তাঁর জেলমুক্তি হয় নি। ৪২ দিন জেলে কাটিয়ে আজ প্রেসিডেন্সি জেলের বাইরে তিনি বেরিয়ে আসেন।
জেলের বাইরে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন প্রচুর সংখ্যক আইএসএফ কর্মীরা। নৌশাদ বাইরে আসতেই তাঁকে পুষ্প বৃষ্টি করা হয়, মালা পড়িয়ে স্বাগত জানানো হয়। এরপর একটি হুডখোলা গাড়িতে সমর্থকদের দিকে হাত নাড়তে নাড়তে নৌশাদ রওনা দেন ফুরফুরা শরীফের দিকে। এদিন শাসক দলের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তিনি সরব হন সাংবাদিকদের সামনে।
এদিকে আরও বিপাকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডে তিনি আসানসোলের জেলে আছেন। ইডি তাঁকে দিল্লী নিয়ে গিয়ে জেরা করতে চায়। সেই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিয়েও দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কিন্তু দিল্লী যাওয়া আটকাতে নানারকম কৌশলের আশ্রয় নিতে চাইছেন অনুব্রত মন্ডল। দিল্লী যাওয়া আটকাতে কলকাতা হাইকোর্ট এবং দিল্লী হাইকোর্টে আবেদন জানান তাঁর আইনজীবী। যেহেতু একই আবেদন কলকাতা হাইকোর্টেও করা হয়েছে তাই দিল্লী হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়েছে।
অনুব্রত মন্ডলের আইনজীবী দাবী করেছিলেন যে তাঁর মক্কেল অনুব্রত অসুস্থ। সেইমত আজ অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেখা যায়, তাঁর স্বাস্থ্য স্বাভাবিক আছে। রক্তচাপ, সুগার সবকিছু ঠিক আছে , রক্তে অক্সিজেনের পরিমাণও ঠিক আছে। এমনকি তাঁর যে ফিশ্চুলা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, তাও ভাল আছে।এইরকম একটি পরিস্থিতিতে আদালত রায়দান স্থগিত রেখেছে। তবে আদালতের সবুজ সংকেত পাওয়া গেলেই অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লীর পথে রওনা দেবে ইডি। সেক্ষেত্রে অনুব্রতের আপাতত ঠিকানা হতে চলেছে তিহার জেল।