দীর্ঘ অপেক্ষার শেষে সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দীর্ঘ অপেক্ষার শেষে সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে

Share This
দীর্ঘ অপেক্ষার শেষে সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে


আজ খবর (বাংলা), আহমেদাবাদ, গুজরাট, ১২/০৩/২০২৩ : শেষ পর্যন্ত রানের খরা কাটিয়ে টেস্ট ম্যাচে সেঞ্চুরি পেয়েই  গেলেন বিরাট কোহলি। তিন অংকের স্কোরে পৌঁছাতে অবশ্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে ১,২০৫ দিন।আহমেদাবাদে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকালেন। 


বিরাটের ব্যাটে রানের খরা কাটতেই খুশিতে আপ্লুত বিরাট কোহলির অগণিত ফ্যান এবং অবশ্যই আপামর ভারতবাসী। তবে মাঝখানে বেশ কিছুদিন ধরেই কিছুটা যেন স্তিমিত থাকতে দেখা  গিয়েছিল বিরাটকে। শেষবার ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন আর সেই টেস্ট হয়ে যাওয়ার পর তিনি খেলেছেন মোট ৪১টি ইনিংস, তবু সেঞ্চুরি আসেনি ব্যাটে। 


যেহেতু মাঝখানে এতগুলি ইনিংস তিনি খেলে ফেলেছেন অথচ সেঞ্চুরি আসেনি, তাই আজকের  সেঞ্চুরি ছিল খব প্রয়োজনীয় এবং প্রত্যাশিত। অন্ততপক্ষে বিরাটের নিজের কেরিয়ারের স্বার্থে তো বটেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই তিনি স্ত্রী  অনুষ্কাকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় জ্যোতির্লিঙ্গ শিব দর্শন করছেন। ধর্মীয় বই পড়ছেন, ফলাফল হাতেনাতে !

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages