আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৩/২০২৩ : আগামী পাঁচ বছরে রাজ্যের সব কয়টি বালি খাদানের নয়া নীতি ঘোষণা করে দিল রাজ্য সরকার।
রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতির আওতায় নিলামের মাধ্যমে আগামী পাঁচ বছরে খাদানগুলি থেকে ১,১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। বিধানসভায় আজ দফতরের বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে শিল্পমন্ত্রী বলেন, নতুন বালি খাদান নীতি কার্যকর করার পর চারটি পর্যায়ে নিলাম করে নতুন মাইন ডেভেলপার ও অপারেটরদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রিপোর্ট : সার্থক দাশগুপ্ত
Loading...